শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করা নিষ্ঠুর রসিকতা

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২১, ৭:৫৮ পিএম

চলমান লকডাউনে গণপরিবহন বন্ধ রেখে শিল্প কারখানা খুলে দিয়ে শ্রমিকদের কাজে যোগ দিতে রাস্তায় নামিয়ে দেয়া দরিদ্র জনগোষ্ঠীর সাথে নিষ্ঠুর রসিকতা ছাড়া আর কিছু নয়। মফস্বল এলাকা থেকে শহরে কাজে যোগ দিতে যাওয়া শ্রমিকদের পথে পথে যে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে তার খুবই দুঃখজনক। উপরন্তু মহামারির ঊর্ধ্বগতির এই সময়ে ব্যাপকভাবে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের পরিবেশ তৈরি করে দিয়ে জনগণকে কঠিন ঝুঁকির দিকে ঠেলে দেয়া হয়েছে। মালিক কর্তৃক চাকরি হারানোর হুমকি, নিজস্ব উদ্যোগে কোন পরিবহন ব্যবস্থা না করা এবং তিন চার গুন বেশি টাকা খরচ করে নগরমুখী নিম্ন আয়ের মানুষদের সাথে ভোগবাদী লালসায় মত্ত শহুরে পুঁজিপতিদের হৃদয়হীন আচরণ মেনে নেয়া যায় না।

আজ শনিবার এক বিবৃতিতে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতৃবৃন্দ এসব কথা বলেন। এ বিষয় মানবিকতার পরিচয় দেয়ার জন্য নেতৃবৃন্দ সরকারের প্রতি আহবান জানিয়েছেন। বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দ হলেন, পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, নায়েবে আমীর আলহাজ আবদুর রহমান চৌধুরী, মুফতী মুহাম্মাদ আলী কাসেমী, ড. মাওলানা খলিলুর রহমান খান আযহারী, হাফেজ মাওলানা সালামাতুল্লাহ, মাওলানা আবদুল খালেক নিজামী, যুগ্মমহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী, মাওলানা মনজুরুল কাদের চৌধুরী, ডাঃ মাওলানা ইলিয়াস খান, সংগঠন সচিব ও ঢাকা মহানগর আমির প্রিন্সিপাল হাফেজ মাওলানা আবু তাহের খান, সহকারী মহাসচিব মাওলানা আজিজুল হক, আন্তর্জাতিক বিষয়ক সচিব মাওলানা শেখ হুসাইন মুহাম্মাদ শাহজাহান ইসলামাবাদী, দফতর সচিব মুফতি দীনে আলম হারুনী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন