বিনোদন ডেস্ক : দীর্ঘ অভিনয় জীবনে মাত্র তিনটি সিনেমায় কাজ করেছেন শিল্পী সরকার অপু। কেন সিনেমায় অভিনয় কম করেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি নাটকের মানুষ। নাটকেই স্বাচ্ছন্দ্য খুঁজে পাই। নাটকে অভিনয় করতেই বেশি ভালোলাগে। তবুও মাঝে মাঝে যখন ভালো গল্প ও চরিত্র পাই কাজ করি। যেমন দুটি নতুন সিনেমায় কাজ করেছি। এগুলো দর্শকের ভালোলাগবে।’ শিল্পী সরকার অপু জানান, তিনি নতুন দুটি সিনেমায় কাজ করছেন। একটি অনিমেষ আইচের ‘ভয়ংকর সুন্দর’ ও অন্যটি গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’। ‘ভয়ংকর সুন্দর’র কাজ শেষ। ‘স্বপ্নজাল’ সিনেমাটির শুটিং অক্টোবরে কলকাতায় শেষ হবে বলে জানান তিনি। এতে তিনি চিত্রনায়িকা পরীমনির মায়ের ভূমিকায় অভিনয় করছেন। এর আগে আবু সাইয়ীদের নির্দেশনায় শিল্পী সরকার অপু ‘নিরন্তর’ সিনেমায় অভিনয় করেছিলেন। এতে তিনি ইলিয়াস কাঞ্চনের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন। এদিকে তিনি নজরুল ইসলাম রাজুর নির্মাণাধীন নতুন ধারাবাহিক ‘সানফ্লাওয়ার’-এ কাজ করছেন। পাশাপাশি অভিনয় করছেন সৈয়দ শাকিলের ‘স¤্রাট’, গোলাম সোহরাব দোদুলের ‘সংসার’, মোস্তফা মননের ‘পালকী’, মাতিয়া বানু শুকুর ‘আগুন আল্পনা’সহ আরো বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন