শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ব্যাঞ্জো

প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মুম্বাইয়ের নন্দিকিশোর ওরফে তারাট (রিতেশ দেশমুখ) একজন অসাধারণ ব্যাঞ্জোবাদক। তবে শুধু ব্যাঞ্জো বাজিয়েই তার জীবন চরে না। চাঁদাবাজিও তার আরকটি পেশা। তার ব্যাঞ্জো দলের আর তিনজন সদস্য গ্রিজ (ধরমেশ যেলান্দি), পেপার (আদিত্য কুমার) আর ভাজা (রাম মেনন)। তারা যখন তাদের বাজানো আর চাঁদাবাজি নিয়ে ব্যস্ত টিক সেসময় পৃথিবীর অন্য প্রান্তে নিউইয়র্কের এক সুন্দরী ডিজে ক্রিস্টিনা ওরফে ক্রিস (নারগিস ফাখরি) এক প্রতিযোগিতায় অংশ নেবার প্রস্তুতি নিচ্ছে। এই প্রতিযোগিতার জন্য তার প্রয়োজন ব্যতিক্রমী সঙ্গীত। তার মুম্বাইয়ের বন্ধু মাইক (ল্যুক কেনি) তাকে গণেশোৎসবে তারাটের এক অসাধারণ পারফরমেন্সের রেকর্ডিং পাঠিয়ে দেয়। তারাটের বাজানে ব্যাঞ্জোর সুর শুনে মুগ্ধ হয়ে যায় ক্রিস। সিদ্ধান্ত নেয় এই ব্যাঞ্জো ব্যান্ডকেই সে তার প্রতিযোগিতার সঙ্গ হিসেবে নেবে। তারাট আর তার দলের সন্ধানে চলে আসে সে মুম্বাইয়ে। জানতে না জানতে তারাট মুম্বাইতে ক্রিসের একমাত্র বন্ধু আর গাইডে পরিণত হয়। ক্রমে তারাট ক্রিসের প্রেমে পড়ে। এদিকে তারাট আর তার সঙ্গীরা তাদের ব্যাঞ্জোবাদকের পরিচয় গোপন রাখে, তাদের ভয় এই পরিচয় পেলে সে তাদের ছেড়ে চলে যাবে। কিন্তু তারা জানতেই পারেনি তাদের খোঁজেই ক্রিস মুম্বাই এসেছে। কিন্তু একদিন তাদের আসল পরিচয় ফাঁস হয়ে যায়। আনন্দে ক্রিস তো আটখানা। তারা একসঙ্গে জ্যাম করা শুরু করে। এই সময় একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যায়। আর এর ফলে তারাট আর তার দলের সদস্যরা এবং ক্রিসের জীবনের পুরো ছক বদলে যায়। তারাট কি পারবে ক্রিসের প্রতি তার অনুভূতি প্রকাশ করতে? ক্রিস কি প্রতিযোগিতার জন্য শেষ পর্যন্ত ব্যাঞ্জো ব্যান্ডটির সঙ্গ পাবে?
বলিউড শীর্ষ পাঁচ
১। ব্যাঞ্জো (রিতেশ দেশমুখ, নারগিস ফাখরি, ধরমেশ যেলান্ডে, আদিত্য কুমার, রাম মেনন, মোহন কাপুর)
২। পিঙ্ক (অমিতাভ বচ্চন, তাপসী পান্নু, কীর্তি কুলহারি, আন্দ্রেয়া তারিয়াং, অঙ্গদ বেদী, ধৃতিমান চ্যাটার্জি, পীযুষ মিশ্র,মমতা শঙ্কর)
৩। পার্চড (তনিস্থ চ্যাটার্জি, রাধিকা আপতে, সুরভিন চাওলা, আদিল হুসেন, লেহের খান, হৃদ্দি সেন, মহেশ বলরাজ, চন্দন আনন্দ, সুমিত ব্যাস)
৪। রাজ রিবুট (এমরান হাশমি, কৃতি খারবান্দা, গৌরব অরোরা সুজান মুখার্জি, অশ্বত্থ ভাট, হরগুণ গ্রোভার)
৫। বার বার দেখো (ক্যাটরিনা কাইফ, সিদ্ধার্থ মালহোত্রা, সারিকা, রাম কাপুর, তাহা শাহ, সায়ানি গুপ্ত, রজিত কাপুর)

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন