গত ফেব্রুয়ারিতে ন্যাশনাল ফুটবল লিগ তারকা অ্যারন রজার্সের সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছেন ‘বিগ লিটল লাইজ’ তারকা শেলিন উডলি; অভিনেত্রী জানিয়েছেন বিয়েতে তার কোনও তাড়া নেই। শেলিন বলেন, ‘এখনও বিয়ের পরিকল্পনা হয়নি। কোনও তাড়া নেই। আমাদের কোনও তাড়া নেই।’ উডলি সম্প্রতি রজার্সের সঙ্গে সম্পর্কের কথা গোপন রাখার ব্যাখ্যা দিতে গিয়ে জানান, তারা নিজেরাই তাদের বাগদানের ঘোষণা দেবেন এমন প্রত্যাশা থেকেই এই গোপনীয়তা, তারা চাননি তাদের হয়ে সংবাদ মাধ্যম বা অন্য কেউ ঘোষণা দিক। শেলিনকে আগামীতে ‘দ্য লাস্ট লেটার ফ্রম ইওর লাভার’ চলচ্চিত্রে দেখা যাবে। ১৯৬০-এর দশকের পটভূমিতে এটি একটি ত্রিভুজ প্রেমের গল্প। এতে তার চরিত্রের নাম জেনিফার যে তার স্বামী লরেন্স (জো অলউইন) এবং তার ভক্ত অ্যান্থনির (ক্যালাম টার্নার) মাঝে বিভক্ত হয়ে যায়। ‘দ্য লাস্ট লেটার ফ্রম ইওর লাভার’ পরিচালনা করেছেন অগাস্টিন ফ্রিজেল। শেলিন উডলি জন গ্রিনের উপন্যাস অবলম্বনে ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স’ ফিল্মে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। এছাড়া তিনি ‘ডাইভার্জেন্ট’ সিরিজে ট্রিসের ভূমিকায় অভিনয় করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন