ভক্তদের গানের লাইন নিয়ে একটি পূর্ণাঙ্গ গান গাইলেন গানের জনপ্রিয় জুটি হাবিব ও ন্যানসি। গানটির শিরোনাম ‘বৃষ্টি যদি আর না থামে আজ’। গানটি ৬ জন ভক্তের লেখা একেকটি লাইন নিয়ে তৈরি হয়েছে। গত মাসে হাবিব তার ফেসবুকে ‘বৃষ্টি যদি আর না থামে আজ’ একটি লাইন প্রকাশ করে বাকি কথাগুলো ভক্ত-শ্রোতাদের লিখতে বলেন। এভাবে পুরো গানের কথা সংগ্রহ করেন হাবিব। হাবিব বলেন, এটি খুব মজার ও ইউনিক। ঈদুল আজহার আগে লকডাউনে আমি একটি লাইন লিখি ফেসবুক পেজে প্রকাশ করি এবং জানাই, যারা আগ্রহী তারা যেন একজনের পর আরেকজন বাক্য লিখে একটি অর্থবহ কিছু তৈরি করেন। আমি অভিভূত হয়ে গেছি। সবাই এত সুন্দর সুন্দর লাইন লিখেছেন! তিনি বলেন, সবাই অনেক সুন্দর সুন্দর কথা লিখেছেন কিন্তু সবার লাইন নিতে পারিনি। একটি গান তৈরির জন্য যেমন হলে ভালো হয় সে কটি লাইন রেখেছি। গানটি চূড়ান্ত হওয়ার পর মনে হয়েছে এটি দ্বৈত হলে ভালো হয়। তখন ন্যানসিকে যুক্ত করি। ন্যানসি বলেন, হাবিব ভাইয়ের সঙ্গে গান গাওয়া সব সময় আনন্দের। এই গান আমার গাওয়ার কথা ছিল না। হাবিব ভাই বললেন, তাই গেয়েছি। তা ছাড়া গানের কথা এবং গান তৈরির ভাবনাটা আমার খুব ভালো লেগেছে। গানের কথা লিখেছেন এবরিয়াদ হাসান, ক্যাথরিন আলো, সুফিয়ান খান, সাহাদাত হোসাইন, মুকুল রয় ও জাহিদ হাসান রাকিব। সুর-সংগীত করেছেন হাবিব নিজেই। গানটি প্রকাশ হয়েছে হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন