শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

অণিমা রায়ের কন্ঠে মেঘ বলেছে যাব যাব

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

রবীন্দ্রনাথ ঠাকুরের ৬০তম প্রয়াণ দিবস উপলক্ষে রবীন্দ্রসঙ্গীত শিল্পী অণিমা রায়ের কন্ঠে আসছে ‘মেঘ বলেছে যাব যাব’ গানটি। গানটির সঙ্গীতায়োজন করেছেন তানভীর তারেক। তানভীর তারেক এর ‘স্টুডিও কোলাহল’-এ এর অধিকাংশ কম্পোজিশন তৈরি হয়েছে। অণিমা রায় বলেন, ‘বাইশে শ্রাবন, বর্ষা আর বিরহ সবমিলিয়ে খুবই সময়োপযোগী এই গান। তানভীরকে বলেছিলাম, তার নিজের স্টাইলেই কম্পোজিশনটি করতে। সেভাবেই দারুণ একটি কম্পোজিশন করেছে। রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধার্ঘস্বরূপ এই গানটি আমার শ্রোতাদের জন্য বিশেষ নিবেদন। ধ্রুব দাকে বিশেষভাবে কৃতজ্ঞতা যে, রবীন্দ্র নাথের গানকে তিনি বরাবরই সাপোর্ট দিয়ে যাচ্ছেন।’ তানভীর তারেক বলেন, ‘প্রথম বারের মতো অণিমার কোনো গানে কম্পোজিশন করলাম। রবীন্দ্রনাথের গানের মিউজিক অ্যারেঞ্জমেন্ট করাটা একটু কঠিন, কারণ বহুভাবে দেশে-বিদেশে এর কম্পোজিশন হয়ে গেছে। এমনিতেই ৭ মাত্রার গান এটি। তাই রিদম প্যাটার্নটা আমাদের জনশ্রুত দাদরা, কাহারবা’র বাইরে। সেভাবে গিটার, পিয়ানো, চেলো, লুপ বীট, তবলা এসবের মিশেলেই গানটি তৈরি করেছি। আশা করি, শ্রোতারা যত্নের ছাপ গানে পাবেন। ৫ আগস্ট সন্ধ্যা ৬ টায় ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে গানটি মুক্তি পাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন