শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

করোনা-উপসর্গে কুষ্টিয়ায় আরও ৭ জনের মৃত্যু

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২১, ১০:৪১ এএম

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ আগস্ট) হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বর্তমানে ২২৭ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৮৮ জন। অন্যদিকে উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৩৯ জন।’

মো. মেজবাউল আলম বলেন, ‘হাসপাতালের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৩৮৯ টি নমুনা পরীক্ষায় ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ৭৬। নতুন শনাক্তদের মধ্যে কুষ্টিয়া সদরে ৭৪ জন, কুমারখালীতে পাঁচজন, দৌলতপুরে ১১ জন, ভেড়ামারায় ১০ জন, মিরপুরে ২১ জন ও খোকসায় ২২ জন রয়েছেন।’
জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ২৭২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১ হাজার ৫২৬ জন। মারা গেছেন ৫৮৩ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন