দৌলতপুরে করোনায় আক্রান্ত হয়ে শহীদুল্লাহ (৭৫) নামের এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (৩ আগস্ট) বিকাল তিন টার দিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার চরকাটারী গ্রামের উত্তরখন্দ পাড়ার ছাদের উদ্দিন মন্ডলের ছেলে। মুক্তিযুদ্ধের সময় তিনি ১১ নং সেক্টরে যুদ্ধে অংশগ্রহন করেন।
মৃতের পরিবার সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ দিন গত ০৭ দিন যাবত সর্দি, কাশি, ঠান্ডাজ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। হাসপাতালে ভর্তির পর তার করোনা পরীক্ষা করা হলে করোনা শনাক্ত হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আজ বুধবার সকাল ১০ টাকা দিকে উপজেলার গার্লস স্কুলের মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান এর নেতৃত্বে দৌলতপুর থানা পুলিশ গার্ড অফ অনার প্রদান করা হয়।
এ সময় অন্যান্য মুক্তিযোদ্ধাগন সহ স্থানীয় নেত্রীবৃন্দ এবং উপজেলার গন্যমান্য অনেকে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন