বিনোদন ডেস্ক : দীর্ঘ ১০ বছর পর ব্যান্ড দল যাত্রীর নতুন অ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে। ও তপুর জি সিরিজ থেকে প্রকাশিত হবে দলটির নতুন অ্যালবাম। যাত্রীর প্রধান ভোকাল তপু বলেন, যাত্রীর এই অ্যালবামেও রয়েছে চমক। এক পায়ে নূপুর খ্যাত গায়িকা আনিলার সাথে নতুন গান আবারো পাওয়া যাবে। তিনি বলেন, দীর্ঘদিন পর আমার ব্যান্ডের অ্যালবাম প্রকাশিত হচ্ছে। গানগুলোতে আধুনিক ও ব্যতিক্রম ছোঁয়া পাবেন শ্রোতারা। ব্যান্ড মেম্বারদের প্রতি আমি কৃতজ্ঞ। প্রত্যেকে বেশ যতœ নিয়ে গানগুলো নির্মাণ করেছেন। প্রত্যেকের বাজনায়ও রয়েছে নতুনত্ব। দলটির বেস গিটারিস্ট সামস বলেন, তপু ভাই আমাদের ব্যান্ডের নেতা হলেও তিনি আমাদের সবার পছন্দকেই গুরুত্ব দেন। একজন মিউজিশিয়ান হিসেবে স্বাধীনভাবে কাজ করতে পারাটাই বিশাল আনন্দের। তিনি আমাদের ওপর কিছু চাপিয়ে দেন না। তাই যাত্রীর প্রথম অ্যালবাম থেকে এখনো পর্যন্ত তপু ভাইয়ের সঙ্গেই আছি। এদিকে স¤প্রতি সাগর বাউলকে সঙ্গে নিয়ে যাত্রীর ‘কে ডাকে’ গানের মিউজিক ভিডিওটি ইতিমধ্যে ভালো সাড়া ফেলেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন