বিনোদন ডেস্ক : সম্প্রতি মানিকগঞ্জের সাটুরিয়া থানার বালিয়াতির জমিদার বাড়ি ও জমিদার বাড়ির আশপাশে শুটিং শেষ হয়েছে এক ঘণ্টার নাটক ‘হঠাৎ দুঃসময়’-এর। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি নির্মাণ করেছেন কাজী সাইফ আহমেদ ও অনিক বিশ্বাস। এতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, প্রভা, রাবিনা বৃষ্টি, অবান্তিকা মায়া, সুবর্ণা সাঈদ, সোহাগ বিশ্বাস, সাহিল সাগর, রুহুল আমীন ভ‚ঁইয়াসহ আরো অনেকে। নাটকের গল্পে দেখা যায় ফটোগ্রাফার স্টুডেন্টরা তাদের টিচারসহ একটি রাজবাড়িতে শিক্ষা সফরে আসে ফটোগ্রাফি করতে। সেখানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। টিচার নিশু ম্যাডামকে রাজবাড়ির পাশে কিডন্যাপ করে বন্দি করে রাখে কিডন্যাপার মারুফ। নিশু ম্যাডামের হাজব্যান্ড জামিল মারুফকে রাজবাড়িতে পাঠিয়েছে তাকে খুন করার জন্য। একটা পর্যায়ে নিশু আসল সত্য জানতে পারে যে, আসল খুনি মারুফ নয়। আসল খুনি নিশুর হাজব্যান্ড জামিল এবং নিশুর বাবাকেও সে খুন করেছে। আরো জানতে পারে যে, মারুফের বোনকে আটকিয়ে রেখে মারুফকে বø্যাকমেইল করেছে এবং মারুফকে পাঠিয়েছে নিশুকে খুন করার জন্য। এইজন্য যে, নিশুকে খুন করতে পারলে জামিল নিশুর বিষয় সম্পত্তি ও অফিস নিতে পারবে। কিন্তু মারুফ নিশু ম্যাডামকে খুন করতে পারে না। এভাবেই নাটকের গল্প ‘হঠাৎ দুঃসময়’ এগিয়ে যায়। নাটকটি শীঘ্রই একটি টিভি চ্যানেলে প্রচার হবে। প্রযোজনা করেছে ঈশান মাল্টিমিডিয়া।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন