বিনোদন ডেস্ক : আজ ১৮ বছরে পা রেখেছে চ্যানেল আই। চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০.৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চ্যানেল আই প্রাঙ্গণ থেকে সরাসরি ‘১৮ বছরে চ্যানেল আই আঠারোয় জয়ধ্বনি’ শিরোনামে অনুষ্ঠান প্রচার হবে। সরাসরি অনুষ্ঠান প্রযোজনা করবেন আমীরুল ইসলাম ও শহীদুল আলম সাচ্চু। উন্মুক্ত মঞ্চে দিনব্যাপী পরিবেশন করা হবে গান, নৃত্য, নৃত্যনাট্য, আবৃত্তি। থাকবে খ্যাতিমানদের পাশাপাশি নবীনদের পরিবেশনায় গান। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে দেখানো হবে জন্মদিনের বিভিন্ন কর্মসূচি। সন্ধ্যা ৭টায় বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও আতশবাজির মধ্য দিয়ে নিজস্ব প্রাঙ্গণে শেষ হবে চ্যানেল আইয়ের ১৮ বছরে পদার্পণের অনুষ্ঠানমালা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন