শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নয় বছর পর রবীন্দ্র সঙ্গীত গাইলেন কুমার বিশ্বজিৎ

প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : নয় বছর পর আবারো রবীন্দ্র সঙ্গীত গাইলেন কুমার বিশ্বজিৎ। ‘আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী’ গানটি তিনি গেয়েছেন। সম্প্রতি রাজধানীর উত্তরায় কুমার বিশ্বজিৎ’র নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। তবে অস্ট্রেলিয়ায় শো করার সময় তিনি আশিকুর রহমানের নির্দেশনায় এই গানটির মিউজিক ভিডিও সম্পন্ন করেন। এর আগে ‘আমি চিনি গো চিনি তোমারে’ গানটির প্রাথমিক রেকর্ডিং করা হয় ভিডিওর জন্য। তা দিয়েই ভিডিওটি নির্মাণ করা হয়। শিগগিরই এর কাজ শেষ করে ভিডিওটি পূজা উপলক্ষে ইউটিউবে আপলোড করবেন কুমার বিশ্বজিৎ। পাশাপাশি পূজাতে বিভিন্ন চ্যানেলেও প্রচার হবে এটি। কুমার বিশ্বজিৎ বলেন, ‘নতুন মিউজিক ভিডিওটি বেশ যতœ নিয়ে নির্মাণ করা হয়েছে। অস্ট্রেলিয়ার মনোরম পরিবেশে ভিডিওটিতে আমার সঙ্গে আছেন গীটারিস্ট ইফতি। জানিনা কেমন গেয়েছি। তবে আশা করি, ভালোলাগবে শ্রোতা দর্শকের।’ বিশ্বজিৎ জানান গানটির সঙ্গীতায়োজন করেছেন তিনি নিজেই। ২০০৭ সালে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘নষ্ট নীড়’ নাটকে প্রথম রবীন্দ্র সঙ্গীত গান। তখন তিনি ‘আমার বেলা যে যায় সাজ বেলাতে’ গানটি গেয়েছিলেন। এদিকে একটানা একমাসে আমেরিকা, কানাডা এবং অস্ট্রলিয়ায় ছয়টি শো শেষে গত মঙ্গলবার ঢাকায় ফিরেছেন কুমার বিশ্বজিৎ। সংক্ষিপ্ত সময়ে তিনটি মহাদেশে ছয়টি শো করা তার জীবনের স্মরণীয় ঘটনা বলে অভিহিত করেছেন কুমার বিশ্বজিৎ। এর আগে এই আমেরিকা, কানাডা ও অষ্ট্রেলিয়ায় ভিন্ন ভিন্ন সময়ে শো করলেও মাত্র একমাসে এই তিনটি মহাদেশে ছয়টি শো তার সঙ্গীত জীবনের রেকর্ড হিসেবেও মনে করেন তিনি। কুমার বিশ্বজিৎ এই শোগুলোতে নতুন প্রজন্মের শ্রোতাদের তার গানের দিকে আনতে পেরেছেন বলেও জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন