শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমে হঠাৎ পরিবর্তন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২১, ৮:৫৪ পিএম | আপডেট : ৯:২৫ পিএম, ৫ আগস্ট, ২০২১

ডিএসসিসির ৫০নং ওয়ার্ডের গণটিকা দেওয়া হবে চন্দনকোঠা কমিউনিটি সেন্টারে। ফলে ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে ব্যাপকহারে গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে না। টিকা স্বল্পতার কারণে ৭ দিনের পরিবর্তে আপাতত একদিন এ কর্মসূচি চলবে। শুধু ৭ আগস্ট দেশের ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনের ১৫ হাজার ২৮৭টি ওয়ার্ডে এক সেশনে দেওয়া হবে প্রথম ডোজ।

তবে ১৪ আগস্ট পূর্বঘোষিত কর্মসূচি পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, গণটিকা কার্যক্রম আপাতত একদিন (৭ আগস্ট) হওয়ায় এসব কেন্দ্রে বাড়তি চাপ পড়বে বলে মনে করছেন অনেকেই। এ বিষয়টি কীভাবে সামলাবেন জানতে চাইলে কাউন্সিলর মাসুম মোল্লা বলেন, প্রথমে বলা হয়েছিল এক সপ্তাহব্যাপী এ কার্যক্রম চলবে। কিন্তু সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন হওয়ায় ৭ আগস্ট এটা দেওয়া হবে। তাই কিছুটা বাড়তি চাপ থাকবে এটা সত্য। কার্যক্রমটি যেন সুশৃঙ্খলভাবে করা যায় আমরা কেন্দ্রের গেটে টোকেনের ব্যবস্থা করবো। যে পরিমাণ টিকা পাবো হোক সেটা ২৫০ কিংবা ৩০০ সে পরিমাণ টোকেন দিয়ে কেন্দ্রের গেটে টিকাগ্রহীতাদের প্রবেশ করাবো।

তিনি বলেন আশা করি, সুষ্ঠুভাবে আমরা এ কার্যক্রম সম্পন্ন করতে পারবো। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫০ নং ওয়ার্ডের এ গণটিকা কার্যক্রম চন্দনকোঠা কমিউনিটি সেন্টারে দেওয়া হবে বলে জানিয়েছেন অত্র এলাকার কাউন্সিলর আলহাজ্ব মো. মাসুম মোল্লা। তিনি বলেন, সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে এ কার্যক্রম। ১৮ বছর ঊর্ধ্ব টিকা গ্রহণে ইচ্ছুকদের জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও এক কপি ফটোকপি সাথে আনতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন