করোনায় এখন জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। সাধারণ মানুষ তো বটেই শোবিজের কাজ সীমিত হয়ে পড়ায় শিল্পীদেরও অবসর সময় পার করতে হচ্ছে। তবে চিত্রনায়ক নিরব বসে নেই। তিনি শোবিজের বাইরে চাকরি করছেন। একটি অনলাইন ই-কর্মাস প্রতিষ্ঠানে পাবলিক রিলেশন অ্যান্ড কমিউনিকেশন অফিসার পদে ১ আগস্ট থেকে যোগ দিয়েছেন। নিরব বলেন, চাকরির বিষয়টি মিডিয়ার বাইরের কিছু নয়। এটা মিডিয়ারই একটা অংশ। আমার অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ এসেছে। পাশাপাশি অভিনয়ও চালিয়ে যাব। নিরব বলেন, এই প্রতিষ্ঠানটি ৬ মাস হলো তাদের কার্যক্রম পরিচালনা করছে। গত ১ আগস্ট থেকে আমি যুক্ত হয়েছি। এত দিনের ক্যারিয়ারে যত মানুষের সঙ্গে আমার চেনা-পরিচয় ঘটেছে, তাদের কাছে প্রতিষ্ঠানটির কার্যক্রম পৌঁছে দেয়াই হবে আমার মূল লক্ষ্য। প্রতিষ্ঠানটির কর্তারা আমার ওপর যে বিশ্বাস রেখেছেন, আশা করি সেটা পূরণ করতে সক্ষম হবো। তাছাড়া কমিউনিকেশনস বিষয়ে আমার আগ্রহ রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন