অভিনেত্রী অ্যালিশিয়া জানিয়েছেন লন্ডনে বসবাস করতেই তার ভাল লাগে, তার বিশ্বাস যুক্তরাষ্ট্রে তার জীবন যাপন উপভোগ্য হবে না।
২৭ বছর বয়সী সুইডিশ অভিনেত্রীটি অভিনেতা মাইকেল ফাসবেন্ডারের সঙ্গে প্রেম করছেন। এখন তিনি তার সঙ্গে লন্ডনেই বসবাস করেন। তিনি লস অ্যাঞ্জেলেসে থাকবেন কী না জানতে চাইলে তিনি বলেন : “আমার মনে হয় না। আমার কাছে মার্কিন সংস্কৃতিকে আপন মনে হয় না। আমার বোধে আমি বরং বেশি ইউরোপীয়। আমি এখন লন্ডনে বসবাস করেই স্বস্তি বোধ করছি।”
‘ড্যানিশ গার্ল’ তারকাটি অবশ্য স্বীকার করেছেন ব্রিটেনে বসবাসের সূচনাটাও তার জন্য খুব ভাল ছিল না।
“এখানে আসার পর আমার স্মৃতি খুব আনন্দদায়ক নয়। আমাকে খুব ব্যয়বহুল আর ছোট ফ্ল্যাটে থাকতে হত। দরজা খুললেও এক ডজন ইঁদুরের মুখোমুখি হতে হত। আমাদের কিচেন টেবিল হলওয়েতে সরাতে হয়েছিল। সেখানেই খাওয়াদাওয়া করতে হত।”
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম
মন্তব্য করুন