টোকিও অলিম্পিকের পঞ্চদশ দিনে শনিবার নিষ্পত্তি হয়েছে ১৯টি খেলার মোট ৩৪ ইভেন্টের স্বর্ণের লড়াই। যেখানে সাঁতার ডিসিপ্লিনে নারীদের ওয়াটার পোলো এবং নারী গলফে সেরা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফাইনালে যুক্তরাষ্ট্রের মেয়েরা ১৪.৫ পয়েন্টে স্পেনকে হারিয়ে সোনা জিতে নেয়। এই ইভেন্টে রাশিয়ান অলিম্পিক কমিটিকে হারিয়ে ব্রোঞ্জপদক জিতেছে হাঙ্গেরি।
অন্যদিকে গলফে নারীদের এককে লড়াই হয়েছে জমজমাট। তাতে জাপানের ইনা মোনিকে পেছনে ফেলে স্বর্ণপদক জিতে নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নেলি করডা। শেষ রাউন্ডের আগে সমতায় ম্যাচ। শেষ পর্যন্ত পারের চেয়ে ১৭ শট কম খেলে জয় তুলে সোনা জেতেন মার্কিন তরুণী। জাপানের মোনি ও অস্ট্রেলিয়ার লিডিয়া কো দু’জনই ১৬ শট কম খেলেন। প্লে-অফে জিতে রৌপ্য পান মোনি। অল্পের জন্য এ ইভেন্টে পদক পাননি ভারতের অদিতি অশোক। ১৫ শট কম খেলে হন চতুর্থ তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন