করোনার কারণে বিশিষ্ট অভিনেতা ড. ইনামুল হক অভিনয় থেকে দূরে রয়েছেন। ঘরেই তার সময় কাটছে। তবে এ সময়টায় বই পড়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন লেখকের বই অনুবাদ করছেন। তিনি বলেন, খুব বেশি প্রয়োজন না হলে ঘর থেকে বের হই না। অবসরের এ সময়টা বই পড়ে ও অনুবাদ করে পার করছি। ইতোমধ্যে বেশ কয়েকজন বিদেশি লেখকের বই বঙ্গানুবাদ করেছি। এখন আবার নতুন কয়েকজন লেখকের বই পড়ছি এবং অনুবাদ করছি। এর মধ্যে মেক্সিকো, নরওয়ে ও সুইডেনসহ বিভিন্ন দেশের প্রায় দশজন লেখকের বই অনুবাদ করেছি। অনুবাদের পাশাপাশি নিজের আত্মজীবনী লিখছি। নিজের ছোটবেলার অংশ লেখা শেষ করেছেন বলে জানান। লকডাউনের পর ‘১৯৭১ সেই সব দিন’ শিরোনামে সরকারি অনুদানের একটি সিনেমা অভিনয় করবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন