শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

টিকার মাধ্যমে ডেল্টার বিস্তার ঠেকানো যাবে না

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২১, ১১:৫৮ পিএম

করোনাভাইরাসের টিকা নেয়া ব্যক্তিরাও টিকা না নেওয়া ব্যক্তিদের মতোই অন্যদের মধ্যে ভাইরাসটির অতিমাত্রায় সংক্রামক ধরন ডেল্টার বিস্তার ছড়াতে পারেন বলে প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন পাবলিক হেলথ ইংল্যান্ডের বিজ্ঞানীরা।

পাবলিক হেলথ ইংল্যান্ডের বিজ্ঞানীদের মতো গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছিল, ডেল্টায় আক্রান্ত টিকা নেওয়া মানুষ অন্য ধরনে আক্রান্তদের মতো নয়। তারা সহজেই বিস্তার ছড়াতে পারে।

করোনার টিকাগুলো বিশেষ করে দুই ডোজ ডেল্টায় আক্রান্ত রোগীর অবস্থা গুরুতর হওয়া ও মৃত্যু ঠেকাতে ভালো সুরক্ষা দেয় বলে প্রমাণ পাওয়া গেলেও টিকা নেওয়া মানুষজনের মাধ্যমে অন্যদের মধ্যে বিস্তার ছড়ায় কিনা সে সম্পর্কে খুবই কম তথ্য রয়েছে।

শুক্রবার পাবলিক হেলথ ইংল্যান্ড বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘আমাদের হাতে আসা প্রাথমিক কিছু প্রমাণ ইঙ্গিত দিচ্ছে, যারা কোভিড টিকা নিয়েছেন এবং যারা টিকা নেননি তাদের উভয়ের শরীরে সংক্রমণ ঘটানো এই ভাইরাসের মাত্রা হয়তো সমান।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘টিকা নিয়েছেন বা নেননি সবার সংক্রমণ ছড়ানোর ওপর এটা প্রভাব ফেলতে পারে। যাইহোক, এটা হলো প্রাথমিক অনুসন্ধানমূলক বিশ্লেষণ এবং এটা নিশ্চিত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য আরও গবেষণার প্রয়োজন।’

অতিমাত্রায় ডেল্টার কারণে বিশ্বজুড়ে আবারও করোনাভাইরাসের প্রকোপ শুরু হয়েছে। ভারতে প্রথম শনাক্ত ডেল্টা ধরন মূলত বিশ্বজুড়ে নতুন করে প্রকোপের জন্য দায়ী। উল্লেখ্য, জুন মাঝামাঝি থেকে আগস্ট পর্যন্ত বিশ্বে করোনার সংক্রমণ বেড়েছে ৬৮ শতাংশ। সূত্র : বিবিসি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Abul Kalam Azad Khan ৮ আগস্ট, ২০২১, ৯:৪৭ এএম says : 0
যদি টিকা নেওয়া ব্যক্তি এবং টিকা না নেওয়া ব্যক্তি উভয়ই সমানভাবে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আগে টিকা নিয়ে লাভ কি? সুতরাং আরও গবেষণার পর যে ‍সিদ্ধান্ত আসবে সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন