ভারতীয় টিভি অভিনেত্রী দিব্যাঙ্ক ত্রিপাঠীকে ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায় ২’তে অভিনয়ে প্রস্তাব দেয়া হলে তিনি তা বাতিল করে দিয়েছেন। নকুল মেহতার সঙ্গে তার জুটি মানানসই হবে না ভেবে অডিশনের প্রস্তাব দেন। শেষে ‘ইয়ে হ্যায় মহাব্বতেঁ’ এবং ‘বানু ম্যাঁয় তেরি দুলহান’খ্যাত অভিনেত্রী প্রস্তাব ফিরিয়ে দেন। এক সাক্ষাতকারে দিব্যাঙ্ক বলেন : “দীর্ঘদিন ধরে টেলিভিশনে কাজ করার পর আমি মনে করি চরিত্র বাছাই করা বা বাতিল করার অধিকার আমার আছে।” তিনি জানান এই প্রজেক্টের সঙ্গে তিনি মানিয়ে নিতে পারছিলেন না এবং প্রডাকশন হাউসের কাছি তিনি তার অপারগতার জন্য দুঃখ প্রকাশ করেছেন। জুটি সম্পর্কে তিনি বলেন, ‘আমি যতটুকু জেনেছি আমাকে তার (নকুল) থেকে বেশ বয়স্ক লেগেছে, আর আমি এতে একেবারে একমত। প্রথম আমাকে প্রস্তাব দেয়া হলে আমি বিস্মিত হয়েছিলাম, আমার পরিবার থেকেও প্রতিক্রিয়া জানান হয়েছিল। আমি ফোনে কথা বলে অডিশনে সায় দিয়েছিলাম, জানার জন্য আমাদের জুটি মানানসই হয় কীনা।’ ‘আমার মনে হয়েছে, নকুলের সঙ্গে আমাকে মানাবে না।’ নকুল দিশা পারমারের সঙ্গে ‘পেয়ার কা দর্দ হ্যায় মিঠা মিঠা পেয়ারা পেয়ারা’, ‘ইশকবাজ’ সিরিয়াল দুটিতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’ প্রথম সিজনে (২০১১-২০১৪) তিনি রাম কাপুর এবং সাকশি তানভারের সঙ্গে অভিনয় করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন