বিনোদন ডেস্ক: অভিনেত্রী নাদিয়া আহমেদ অভিনীত বেশ কয়েকটি ধারাবাহিক বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। এরমধ্যে রয়েছেÑ সৈয়দ শাকিলের সম্রাট, আল হাজেনের লড়াই, অঞ্জন আইচের মেঘের পরে মেঘ জমেছে ও নঈম ইতিয়াজ নেয়ামুলের বাক্সবন্দি। এছাড়া নতুন কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এগুলোর মধ্যে রয়েছে সকাল আহমেদের একটি বাবুই পাখির বাসা, কায়সার আহমেদের বিট্রে, গোলাম মোক্তাদির শানের উৎসব, গোলাম সোহরাব দোদুলের সংসার, হিমু আকরামের চ¤পাকলি টকিজ। নাদিয়া বলেন, নতুন ধারাবাহিক নাটকের গল্পগুলো খুবই ভালো। বিশেষ করে আমার অভিনীত ধারাবাহিকগুলোর গল্প স¤পূর্ণ নতুন ও ভিন্নধর্মী। তাছাড়া আমার চরিত্রগুলো কোনোটার সাথে কোনোটার মিল নেই। আশা করছি নাটকগুলো দর্শকের ভালো লাগবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন