শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বিদেশ ভ্রমণ শেষে দেশে ফিরেছেন রিয়াজ

প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : স্ত্রী-সন্তান নিয়ে ঈদ করতে অস্ট্রেলিয়া গিয়েছিলেন চিত্রনায়ক রিয়াজ। ঈদ উদযাপন ও অবকাশ কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই অভিনয়ে ফেরার পরিকল্পনা শুরু করেছেন। রিয়াজ বলেন, ‘যেহেতু আমি অভিনেতা তাই অভিনয়ের বাইরে বিকল্প কিছু করার চিন্তা করি না। শিগগিরই অভিনয়ে ফিরব। ইতোমধ্যে কয়েকজন পরিচালকের সঙ্গে কথা হয়েছে। আশা করছি, আগামী সপ্তাহ থেকে কাজ শুরু করতে পারব।’ এদিকে রিয়াজ জানান, সিনেমাতেও কাজ করার ব্যাপারে কয়েকজন পরিচালকের সঙ্গে আলাপ চলছে তার। সবকিছু ঠিক থাকলে সিনেমায় অভিনয় করবেন তিনি। এদিকে রিয়াজ জানান, টেলিভিশনে শুধু একক নাটক ও টেলিফিল্মেই কাজ করবেন। ধরাবাহিক কোনো নাটকে অভিনয় করবেন না। তিনি বলেন, ‘ধারাবাহিকে কাজ করার কোনো ইচ্ছা নেই। এর বিশেষ কোনো কারণও নেই। আমি খÐ নাটক এবং টেলিফিল্মে কাজ করইে সন্তুষ্ট। এর বাইরে যেতে চাইনা।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন