শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মহানগর

হাসপাতালের বারান্দা থেকে পড়ে ডেঙ্গু রোগীর মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২১, ২:৫৮ পিএম

পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ছয়তলা থেকে পড়ে হাবিবুর রহমান (১৭) নামের এক স্কুলশিক্ষার্থী মারা গেছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হাবিবুরকে গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়। হাবিবুর রাজধানীর বনশ্রী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

হাবিবুরের ভাই সোহাগ বলেন, তিনি রাত ৯টার দিকে রেস্তোরাঁয় খাবার কিনতে যান। তখন হাবিবুর ওয়ার্ডের বিছানায় শোয়া ছিল। খাবার নিয়ে ওয়ার্ডে ফেরার পরে অন্য রোগীর স্বজনদের হইচই দেখতে পান। এ সময় তিনি জানতে পারেন তাঁর ভাই বারান্দা থেকে নিচে পড়ে গেছে।

এ সময় দৌড়ে নিচে নেমে ছোট ভাইকে রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় দেখতে পান তিনি। অন্যদের সহায়তায় হাবিবুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোহাগ বলেন, শারীরিকভাবে দুর্বল থাকায় হাবিবুর মাথা ঘুরে বারান্দা থেকে নিচে পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, হাবিবুরের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সূত্রাপুর থানায় জানানো হয়েছে। হাবিবুর পরিবারের সঙ্গে রাজধানীর মাদারটেক থাকত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন