চট্টগ্রাম বন্দরের জেটিতে লাইটারেজ জাহাজ 'এমভি সেভেন সী'স ১' এর ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে বড় জাহাজ 'তিভিশা'। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সজোরে লাইটার জাহাজটি আছড়ে পড়ে।
এতে বড় জাহাজের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। জানা গেছে তিভিশার ক্ষতিগ্রস্ত অংশ পানির স্তরের ওপরে হওয়ায় পানি ঢোকার আশঙ্কা নেই। এ ঘটনায় সেভেন সী'স জাহাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে।
বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, জেটিতে বাঁধা পণ্যবাহী জাহাজে একটি লাইটার জাহাজ আছড়ে পড়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন