শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

প্রবাস জীবন

কুয়েতের এক কৃষি খামারে আগুনে মারা গেলেন ৩ সিলেটি

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২১, ৫:২৫ পিএম

কুয়েতের আবদালি এলাকায় একটি কৃষি খামারে আগুন লেগে মৃত্যু হয়েছে ৩ সিলেটির। আহত হয়েছেন আরও পাঁচজন গত শনিবার স্থানীয় সময় রাত ১টার দিকে কৃষিকাজে নিয়োজিত প্রায় ২০ বাংলাদেশীদের আবাসস্থলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে খুরশিদ আলী (৪৮)। সিলেটের গোয়াইনঘাটে তার গ্রামের বাড়ী। ২০ বছর ধরে কাজ করতেন কুয়েতে। মৌলভীবাজার, উপজেলার জুড়ির, মাগুরা গ্রামের অপর নিহত কামাল উদ্দিনের (৫১) বাড়ী। প্রায় ২ যুগ ধরে একই স্থানে কাজ করতেন তিনিও। সিলেট কানাইঘাটের বাটিভারা ফইত গ্রামের পূত্র নিহত মোহাম্মদ ইসলাম (৩২)। প্রায় ৬ বছর ধরে অবস্থানস করছেন কুয়েতে। দুর্ঘটনার শিকার ও প্রত্যক্ষদর্শীরা অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে কিছুই বলতে পারছেন না। তবে ধারণা করা হচ্ছে, গ্যাস কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।অ গ্নিকাণ্ডের ঘটনায় আহত মোহাম্মদ আলকাছ নামে একজন প্রবাসী বাংলাদেশি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান ও শ্রম কাউন্সেলর আবুল হুসেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের লাশ দেশে পাঠানো ও আহতদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন