সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ঘটনা সত্য টেলিফিল্ম প্রসঙ্গে চ্যানেল আই’র বক্তব্য

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

গত ঈদে চ্যানেল আইতে প্রচারিত টেলিফিল্ম ঘটনা সত্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক সমালোচিত হয়। নাটকটিতে প্রতিবন্ধীদের কটাক্ষ করে বক্তব্য দেয়া নিয়ে এ সমালোচনা শুরু হয়। এ ব্যাপারে চ্যানেল আই তার বক্তব্য প্রদান করেছে। চ্যানেলের অনুষ্ঠান বিভাগের প্রধান আমিরুল ইসলাম এ বক্তব্য প্রদান করেন। তিনি জানন, সি এম ভি নামক একটি প্রযোজনা প্রতিষ্ঠান নির্মিত টেলিফিল্মটির শুধুমাত্র টেলিভিশন প্রচারস্বত্ব কিনেছিল চ্যানেল আই এবং সে অনুযায়ী, তা গত ২৩ জুলাই দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হয়। সি এম ভি’র ইউটিউবে প্রচারিত টেলিফিল্মটির শেষদিকে ধারাভাষ্যে যে আপত্তিকর অংশ আছে সেই আপত্তিকর অংশ চ্যানেল আই প্রচার করেনি। যেসব প্রতিষ্ঠান সার্বক্ষণিক বিভিন্ন টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান ও সংবাদ রেকর্ড করে তাদের যে কারো কাছ থেকে ওইদিন প্রচারিত টেলিফিল্মটির রেকর্ড সংগ্রহ করলে এর প্রমাণ পাওয়া যাবে। চ্যানেল আই যেহেতু শুধুমাত্র টেলিফিল্মটির টেলিভিশন প্রচারস্বত্ব কিনেছিল তাই চ্যানেল আই’র কোন ইউটিউব চ্যানেলেও টেলিফিল্মটি প্রচার হয়নি। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি তাদের ইউটিউব চ্যানেলে টেলিফিল্মটি প্রচার করেছিল। সেখানে থাকা আপত্তিকর কোন বক্তব্যের দায় কোনভাবেই চ্যানেল আইয়ের নয়। চ্যানেল আই সবসময়ই বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও প্রতিবন্ধী এবং তাদের মা-বাবা ও স্বজনদের প্রতি শ্রদ্ধাশীল। বিশেষ দিবস ছাড়াও চ্যানেল আই সবসময়ই তাদের প্রতি যত্নশীল থেকে অনুষ্ঠান নির্মাণ ও সংবাদ প্রচার করে থাকে। আমরা আশা করি, আমাদের এ বক্তব্যের পর ‘ঘটনা সত্য’ টেলিফিল্মটিকে কেন্দ্র করে চ্যানেল আইকে জড়িয়ে কারো কোন ভুল বোঝাবুঝি থাকলে তার অবসান হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন