মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান গতকাল রবিবার (১৫ আগস্ট) জানিয়েছে, আফগান বাহিনীর ৮৪ জন সেনা সদস্য সীমান্ত অতিক্রম করে উজবেকিস্তানে পালিয়েছে গেছে বলে জানিয়েছে উজবেকিস্তান সরকার। উজবেক সরকার বলেছে, তারা সৈন্যদের মানবিক সহায়তা দেবে।
উজবেক পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, উজবেকিস্তান আটক সৈন্যদের খাবার, অস্থায়ী বাসস্থান এবং চিকিৎসা প্রদান করেছে। এতে বলা হয়, তার-মেজ-হেয়ার-তান সীমান্ত ক্রসিংয়ে ব্রিজের আফগান অংশে আফগান সেনাদের রাখা হয়েছে। এই ব্যক্তিদের মানবিক সহায়তা প্রদানের ব্যবস্থা নেয়া হচ্ছে।
দেশটি জানিয়েছে, সীমান্ত-রক্ষীরা “রাষ্ট্রীয় সীমান্ত লঙ্ঘনকারীদের” গ্রেফতার করেছে এবং কর্তৃপক্ষ আফগানিস্তানে প্রত্যাবর্তন সম্পর্কে আফগান পক্ষের সাথে আলোচনা করেছে।
বিবৃতিতে আরো বলা হয়, তারমেজ-হেয়ারতান সীমান্ত ক্রসিংয়ে ব্রিজের আফগান অংশে আফগান সেনাদের রাখা হয়েছে। এই ব্যক্তিদের মানবিক সহায়তা প্রদানের ব্যবস্থা নেয়া হচ্ছে। সূত্র : বিবিসি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন