বিনোদন ডেস্ক : দীর্ঘদিন পর একসঙ্গে অভিনয় করলেন সুবর্ণা মুস্তাফা ও জাহিদ হাসান। তাদের দেখা যাবে টেলিফিল্ম ‘নিঃশব্দ’তে। এটি রচনা ও পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ। এরই মধ্যে গাজীপুরের রাজেন্দ্রপুরের একটি লোকেশনে টেলিফিল্মটির শুটিং শেষ হয়েছে। বদরুল আনাম সৌদ জানান শিগগিরই এটি চ্যানেল আইতে প্রচার হবে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সুবর্ণা মুস্তাফা বলেন, ‘বেশ আগেই টেলিফিল্মটির গল্প রচনা করেছিলো সৌদ। সবাই জানেন যে জাহিদ হাসান খুব ভালো অভিনয় করে। যে কারণে সৌদ’রও আগ্রহ ছিলো আমাকে এবং তাকে নিয়ে একটি কাজ করা। সেই আগ্রহের কারণেই নির্মিত হয়েছে টলিফিল্মটি। এতে জাহিদ হাসানকে যুবক এবং বৃদ্ধ বয়সের দুটি চরিত্রে দর্শক দেখতে পাবেন। জাহিদ খুবই ভালো অভিনয় করেছে। সবমিলিয়ে একটি ভালো কাজ হয়েছে। তাতে আমি, আমরা সবাই কাজটি নিয়ে খুব আশাবাদী।’ জাহিদ হাসান বলেন, ‘সুবর্ণা আপা এবং সৌদ দুজনই খুব আন্তরিক। কাজটি করতে গিয়ে সেই আন্তরিকতাটা পেয়েছি আমি। বেশ গুছানো ইউনিট। যে কারণে বেশ স্বাচ্ছন্দ্যতা নিয়ে কাজটি শেষ করেছি এবং আমি খুব আশাবাদী কাজটি নিয়ে।’ উল্লেখ্য, সুবর্ণা মুস্তাফা ও জাহিদ হাসান ‘প্রাইভেট ডিটেকটিভ’ নাটকে সর্বশেষ অভিনয় করেছিলেন। এটি নির্মাণ করেছিলেন জাহিদ হাসান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন