শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

রবীন্দ্র সঙ্গীত গাইলেন লুইপা

প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : গত বছর প্রকাশিত হয় শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী লুইপার একক অ্যালবাম ‘ছায়াবাজি’। অ্যালবামের প্রায় প্রতিটি গানই শ্রোতাদের মন ছুঁয়ে যায়। অ্যালবামের ‘ঘুরে ফিরে ফিরে ঘুরে’ গানটির মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশের পর বেশ সাড়া ফেলে। তারপর তার কাজের ব্যস্ততা বেড়ে যায়। স্টেজ শো, টিভি শো নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করেন তিনি। গানের ধারাবাহিকতায় এবার লুইপার কন্ঠে শোনা যাবে রবীন্দ্র সঙ্গীত। মোট ছয়টি গান নিয়ে চলতি বছরের শেষপ্রান্তেই বাজারে আসছে লুইপার রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম। অ্যালবামটির উদ্যোক্তা অজয় মিশ্র। রবীন্দ্র সঙ্গীত গাওয়া নিয়ে লুইপা বলেন, ‘মূলত অজয় মিশ্রর আগ্রহে এবং উদ্যোগেই রবীন্দ্র সঙ্গীত গাওয়া। তিনিই প্রথম আমাকে এবং নির্ঝর চৌধুরীকে দিয়ে আমার মন মানে না গানটি রেকর্ড করান। গান শুনে অজয় দার ভালোলাগায় তিনি একটি রবীন্দ্র সঙ্গীতের একটি অ্যালবামের আগ্রহ প্রকাশ করেন। তাই অ্যালবামটিতে অজয় দাদা এবং নির্ঝর ভাইয়ার সঙ্গে গান গাইছি। এরইমধ্যে দুটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। খুব ভালো হয়েছে অজয় দার সঙ্গীতায়োজন। আমার ভীষণ ভালো লেগেছে গাইতে।’ লুইপা জানান, অজয় মিশ্র’র সঙ্গে তিনি ‘দিবসও রজনী’ গানটি গেয়েছেন। শিগগিরই আরো ছয়টি গানের রেকর্ডিং-এর কাজ শেষ হবে। অ্যালবামটি লেজার ভিশন প্রকাশিত হবে বলে জানান লুইপা। এদিকে একটি স্যাটেলাইট চ্যানেলের ‘সুরে সুরে গানে গানে’ অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপনা করছেন তিনি। পাশাপাশি গানে বেশ ব্যস্ত সময় পার করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন