সিলেটে মাছ শিকার করতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হয়েছে এক যুবকের। জৈন্তাপুর উপজেলার সারীঘাট ঢুপি গ্রামের কবির আহমদ (৩৫) নামের ওই যুবক গত ১৫ আগস্ট (রবিবার) দিবাগত রাতে সারীঘাট (খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার পিছনে) নয়াখেল হাওরে মাছ শিকারে গিয়েছিল।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে সারীঘাট (খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার পিছনে) নয়াখেল হাওরে মাছ ধরতে যায় উপজেলার নিজপাট ইউপি'র সারীঘাট ঢুপি গ্রামের হোসেন আহমদের পূত্র গাড়ী চালক কবির আহমদ (৩৫)। রাতের কোন এক সময়ে মাছ ধরতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে গুরুতর আহত হয় ধারণা করছে পরিবারের লোকজন। আজ সোমবার দুপুরে এক যুবক ধান ক্ষেত দেখতে গিয়ে মৃত অবস্থায় দেখতে পায় কবির আহমদকে । সে বিষয়টি তাৎক্ষনিক ভাবে এলাকাবাসীকে জানায়। এলাকাবাসী পুলিশকে ঘটনাটি জানার সাথে সাথে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুপুর ১টার দিকে লাশ উদ্ধার করে, সুরতহাল রিপোর্ট তৈরী করে, ময়না তদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিজপাট ইউপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. ইয়াহিয়া বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মাছ ধরার ফাঁদ তুলতে গিয়ে হয়তো কামড় খেয়েছে সাপের, এতে মৃত্যু হয়েছে তার। জৈন্তাপুর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম দস্তগীর আহমদ বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেটে প্রেরণ করি আমরা। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সাপের কামড়ে মৃত্যু হতে পারে তার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন