বিনোদন ডেস্ক : অভিনেত্রী, নৃত্যশিল্পী ও মডেল বিজরী বরকত উল্যাহ নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করতে চান। গত শুক্রবার মুুক্তিপ্রাপ্ত অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ সিনেমায় দুটি দৃশ্যে অভিনয় করেছেন তিনি। এ থেকে চলচ্চিত্রের প্রতি তার আগ্রহ বৃদ্ধি পেয়েছে। বিজরী বলেন, ‘অমিতাভ রেজা আমাদের পারিবারিক বন্ধু। তার নির্দেশনাতে আমি কাজও করেছি, দিনারও কাজ করেছে। আয়নাবাজির গল্পটা আমি আগে থেকেই জানতাম। যেহেতু অমিতাভ আমাদের খুব ভালো একজন বন্ধু তাই তাকে উৎসাহ দিতেই আয়নাবাজিতে অতিথি চরিত্রে অভিনয় করা। আমি দুটি দৃশ্যে অভিনয় করেছি। তবে দুটো দৃশ্য চলচ্চিত্রটির জন্য গুরুত্বপূর্ণ তেমন কিছু নয়। অমিতাভ চেয়েছিলো তার প্রিয় মানুষেরা চলচ্চিত্রটির সাথে সম্পৃক্ত থাকুক এবং আমি বা আমরা সবাই তাকে অনুপ্রেরণা দিতেই নিজেদের উপস্থিতি রেখেছি। আয়নাবাজি দেখেছি। এটি আসলে বাংলাদেশের সিনেমা। এদেশের মাটি, মানুষের সিনেমা।’ তিনি বলেন, ‘আমি অসংখ্য চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব পেয়েছি। অভিনয় করিনি। মনে হয়েছে, আমাকে সবকিছু করতে হবে এমন নয়। তবে যদি এমন হয় চলচ্চিত্রটির গল্প, চরিত্র শুধুই বাংলাদেশের এবং কাজ করার পরিবেশ আমার পরিচিত, তাহলে সেখানে কাজ করার আগ্রহ আছে আমার। আমি বাংলাদেশের চলচ্চিত্রে কাজ করতে চাই, যার সবকিছুই বাংলাদেশের।’ এদিকে ঈদের পর দুটি নতুন ধারাবাহিকে অভিনয় করছেন বিজরী। দুটি ধারাবাহিকই নির্মাণ করছেন সকাল আহমেদ। একটি এটিএন বাংলায় প্রচার চলতি ‘বাবুই পাখির বাসা’ এবং অন্যটি প্রচারের অপেক্ষায় ‘দ্বিতীয় কুসুম’। ‘বাবুই পাখির বাসা’ রচনা করেছেন কাজী শাহেদুল ইসলাম এবং ‘দ্বিতীয় কুসুম’ রচনা করেছেন শাহী। এদিকে ঈদ উল ফিতরের আগে নতুন একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন বিজরী বরকত উল্যাহ। কিসলুর নির্দেশনায় ‘গø্যাক্সুজ ডি’র বিজ্ঞাপনে দেখা যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন