শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বারভিডার আলোচনা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২১, ৮:৫০ পিএম

জাতীয় শোক দিবস উপলক্ষে বারভিডা’র (বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স এন্ড ডিলার্স এসোসিয়েশন) আয়োজনে সোমবার (১৬ আগস্ট) বিকেলে বারভিডা কার্যালয়ে ‘বঙ্গবন্ধুর অর্থনীতি ভাবনা : বাংলাদেশের বলিষ্ঠ অর্থনৈতিক অগ্রযাত্রা’ শীর্ষক এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এনবিআর এর প্রাক্তন চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ এবং বিশেষ অতিথি হিসেবে এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন। বারভিডা প্রেসিডেন্ট আবদুল হক এবং সংগঠনের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বক্তারা বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দুরদর্শী অর্থনৈতিক দর্শন এর উপর আলোকপাত করেন। তারা বলেন যে, বঙ্গবন্ধু জনগণের উন্নয়নের মাধ্যমে সর্বোচ্চ জনকল্যাণ নিশ্চিত করাকে তার বৈষম্যহীন অর্থনৈতিক কাঠামোতে বিশেষভাবে গুরুত্ব দিয়েছিলেন, যা উন্নয়নশীল দেশের অভিযাত্রায় এখনও ভীষণভাবে প্রাসঙ্গিক।

বারভিডা নেতৃবৃন্দ বলেন, প্রায় ৩ দশক আগে যে বারভিডা প্রতিষ্ঠিত হয়েছে, আজ এই সংগঠনের প্রায় ৯০০ ব্যবসায়ী স্বাধীন দেশে মোটরযান ব্যবসা পরিচালনার মাধ্যমে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠা লাভ করে সরকারের উন্নয়ন কর্মকান্ডে অবদান রাখার সুযোগ পাচ্ছেন। স্বাধীন দেশের ব্যবসায়ী সম্প্রদায় এজন্য জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

ব্যবসায়ী নেতৃবৃন্দ উল্লেখ করেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমরা অত্যন্ত গর্বের সাথে বলতে পারছি যে, বাংলাদেশ এখন আর সাহায্য বা ঋণনির্ভর দেশ নয়। শ্রীলংকাকে ঋণ দিয়ে বাংলাদেশ বিশে^ ঋণদাতা দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। ব্যবসায়ী নেতৃবৃন্দ শোক দিবসে শোক পালনের সাথে সাথে বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন ও কাজগুলো বাস্তবায়নে শপথ নেন, যাতে তাদের কর্মের মাধ্যমে জাতির পিতার আত্মত্যাগের মহিমা ও দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ প্রতিফলিত হয়।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পঁচাত্তরের ১৫ আগস্ট নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে এসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট মো. হাবিব উল্লাহ ডন, ভাইস প্রেসিডেন্ট ২ মোহা. সাইফুল ইসলাম (সম্রাট) ও ভাইস প্রেসিডেন্ট ৩ মো. জসিম উদ্দিন মিন্টু, ট্রেজারার মো. আনিছুর রহমান, কালচারাল সেক্রেটারি বেনজির আহমেদ এবং কার্যনির্বাহী সদস্য আবু হোসেন ভূঁইয়া (রানু), মো. নাজমুল আলম চৌধুরী, মো. ইউনূছ আলী ও ডা. মো. আনিসুর রহমান খান উপস্থিত ছিলেন। এছাড়াও এসোসিয়েশনের বিপুল সংখ্যক সাধারণ সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন অংশ থেকে সদস্যবৃন্দ অনলাইনেও অনুষ্ঠানে যোগ দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন