পাহাড় কেটে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় নগরীতে তিন ব্যক্তিকে ১৩ লাখ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে। গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানি শেষে এ ক্ষতিপূরণ আরোপ করেন মহানগর পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নূরী। তিনি জানান, বায়েজিদ থানার চন্দ্রনগরের বাসিন্দা মো. সামশুদ্দীন বাদল, নগরীর পলিটেকনিক এলাকার মো. বাহার উদ্দিনকে পাহাড় কাটায় ছয় লাখ টাকা করে ১২ লাখ টাকা এবং নন্দিরহাটের কাইছার এন্টারপ্রাইজের মালিক মুহাম্মদ দস্তগীর আলমকে এক লাখ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন