শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

দুই দশক পর বই লিখছেন ফেরদৌস

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২১, ১২:০৮ এএম

প্রায় দুই দশক পর বই লিখছেন চিত্রনায়ক ফেরদৌস। ২০০১ সালের একুশে বই মেলায় তার লেখা প্রথম বই প্রকাশ করেছিলেন তিনি। বইটির নাম ছিল হঠাৎ বৃষ্টি এবং। এরপর আর লিখেননি। সম্প্রতি আবার লেখালেখিতে মন দিয়েছেন তিনি। আগামী বছর একুশে বই মেলায় প্রকাশ করতে যাচ্ছেন নতুন বই ‘এই গল্প সত্য নয়’। লেখালেখি নিয়ে ফেরদৌস বলেন, আমি সাংবাদিকতার ছাত্র ছিলাম। তাই লেখালেখির কাজটি করতে আমার ভালোই লাগে। তবে তা ডায়েরির পাতাতেই থাকে বেশি। কিছুদিন আগে কলকাতা থেকে দার্জিলিং ভ্রমণ করেছিলাম। সেই ভ্রমণের অভিজ্ঞতা নিয়েই এবারের বই। পাশাপাশি এতে ঘটে যাওয়া একটি ঘটনাও স্থান পেয়েছে। আশা করি, বইটি উপভোগ্যই হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন