আজ বুধবার ঢাকার বারিধারায় ফিলিস্তিন দূতাবাসে খুলনার সর্বস্তরের মুসলমানদের পক্ষ থেকে ফিলিস্তিনের মজলুম মুসলিম ভাই-বোনদের জন্য আর্থিক সহযোগিতা হিসেবে ১০ লক্ষ টাকার চেক বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রমজানের হাতে তুলে দেন খুলনা জেলা ইমাম পরিষদের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা এ এফ এম নাজমুস সউদ ও অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ।
মানবিক এ সহযোগিতার জন্য রাষ্ট্রদূত ইউসুফ রমজান আল্লাহর শুকরিয়া আদায় এবং একই সাথে খুলনার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ অর্থ ইসরাইলী হানাদার বাহিনীর হামলায় নিহত শহীদ পরিবারের জন্য এবং আহতদের চিকিৎসার জন্য ব্যয় করা হবে। এছাড়া তিনি জানান ঢাকায় ফিলিস্তিনের শহীদদের স্মরণে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদাস মসজিদের অনুকরণে মহানবী সাঃ এর ঐতিহাসিক মিরাজ ভ্রমণের স্মৃতিবিজড়িত কুব্বাতুস সাঁখরা এর ডিজাইনে এর একটি মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিন সরকার। এ ব্যাপারে মসজিদ নির্মাণের অনুমতি প্রাপ্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর আবেদন পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন