শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যমন্ত্রীর আর্থিক সহযোগিতা প্রদান

প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা

ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের রসুলপুর ও দক্ষিণ বালুরচর এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা গত বৃহস্পতিবার পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এ সময় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়িঘরের প্রায় শতাধিক পরিবারের প্রত্যেককে নগদ ২ হাজার টাকা, ৩০ কেজি চাল, ২ বান্ড ঢেউটিন প্রদান করেন। মন্ত্রী ঝড়ে ক্ষতিগ্রস্ত একটি মসজিদের পুনঃ নির্মাণ কাজের জন্য তার ব্যক্তিগত ফান্ড থেকে ৫০ হাজার টাকা এবং উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের পক্ষ থেকে ৫০ হাজার টাকা মসজিদ কমিটিকে প্রদানের জন্য ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ, কেরানীগঞ্জ মডেল থানা সহকারী ভূমি কমিশনার মোঃ পারভেজুর রহমান, ঢাকা জেলা যুবলীগের সভাপতি মোঃ শফিউল আজম খান বারকু, হযরতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন আয়নাল ও হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। গত রোববার বিকেল ৩টায় ঘূর্ণিঝড়ে কাঁচাপাকা ঘরবাড়ি, দোকানপাঠ, মসজিদ ও গাছপালাসহ প্রায় শতাধিক ঘরবাড়ি ল-ভ- হয়ে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন