শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

প্রবেশমুখে পাথর বোঝাই ট্রাক বিকল হওয়ায় হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি (দিনাজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২১, ১:৩২ পিএম

ভারত অভ্যন্তরে বাংলাদেশের প্রবেশমুখে আমদানিকৃত পাথর বোঝাই ট্রাক বিকল হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে ট্রাকটি সচল হলেও আবারো আমদানি-রপ্তানি শুরু হবে বলে জানিয়েছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোশিয়েশনের সভাপতি আব্দুল আজিজ।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় হিলি জিরো পয়েন্ট এলাকায় আমদানি শুরুর কিছুক্ষণ পরেই গাড়িটি বিকল হওয়ায় বাণিজ্য কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোশিয়েশনের সভাপতি আব্দুল আজিজ জানান,ভারত অভ্যন্তরে বাংলাদেশের প্রবেশ পথে (জিরো পয়েন্ট এলাকায়) আমদানিকৃত পাথর বোঝাই একটি ট্রাক (ডই-৭৬অ-৭৬৩৬) বিকল (নষ্ট) হওয়ায় আমদানি-রপ্তানি বন্ধ হয়ে পড়ে।

তিনি আরো জানান,আমদানি-রপ্তানির জন্য রাস্তাটি একমূখী হওয়ায় প্রতিনিয়তই এ সমস্যা গুলোতে পড়তে এখানকার ব্যবসায়ীদের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন