শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রফতানিকারকের মৃত্যু, হিলিতে আমদানি-রফতানি বন্ধ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২১, ১১:২১ এএম

ভারতীয় রফতানিকারক প্রদীপ সোহানের মৃত্যুতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে বন্দরের ভেতরের কার্যক্রম চালু রয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। প্রদীপ সোহান ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য।
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, বুধবার (১ ডিসেম্বর) রাতে সোহানের মৃত্যু হয়। আজকে তার শেষকৃত্য হবে। এ কারণে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আধাবেলা আমদানি-রফতানি বন্ধ রাখার সিন্ধান্ত হয়েছে।
এ বিষয়ে ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন পত্র দিয়ে অবহিত করেছেন। তাই আজ সকাল থেকে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। দুপুর ১২টার পর থেকে আবারও বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি স্বাভাবিক হবে বলে জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন