শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সীতাকুণ্ডের এমপি দিদারুল আলম করোনা আক্রান্ত হলেন

সীতাকুণ্ড(চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২১, ৭:১৯ পিএম

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড(আংশিক আকবরশাহ-পাহাড়তলী)আসনের এমপি আলহাজ্ব দিদারুল আলম করোনা আক্রান্ত হয়েছেন। (২০ আগস্ট)শুক্রবার সকালে প্রকাশিত রিপোর্টে করোনা পজেটিভ হন। এমপির গায়ে হালকা জ্বর ও মাথা ব্যাথা হওয়ায় বৃহস্পতিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে ছিলেন তিনি । এরপর তার স্ত্রী- সন্তানরাও নমুনা দেন। তবে তাদের রিপোর্টে নেগেটিভ আসে। আলহাজ্ব দিদারুল আলম এমপি জানান, বিদেশে যাবার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। তবে ১৩ আগস্ট তাঁর শরীরে হালকা জ্বর হয়ে আবার সে জ্বর চলে যায়। এরপর আবারও গত কয়েকদিন শরীর খারাপ লাগছিলো। সাথে জ্বর- মাথা ব্যথাও ছিল । আর এ সন্দেহ দূর করতে তিনি পরীক্ষার জন্য সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নমুনা দিলে (২০ আগস্ট) শুক্রবার তিনি জানতে পারেন তাঁর করোনা প্রজেটিভ । তাই দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন