শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

১০০ পর্বে ধারাবাহিক নাটক প্রিয়জন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

শত পর্বের মাইলফলক স্পর্শ করছে মাছরাঙা টেলিভিশনের ধারাবাহিক নাটক ‘প্রিয়জন’। প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮.৩০ মিনিটে প্রচারিত হচ্ছে নাটকটি। মামুন অর রশিদের রচনা ও শামীম জামানের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, আ.খ.ম হাসান, সালহা খানম নাদিয়া, শামীম জামান, জয়রাজ, জামিল হোসেন, তারিক স্বপন, হিমি, রোবেনা রেজা জুঁই, চিত্রলেখা গুহ, শিল্পী সরকার অপু, সাবেরী আলম, মাছুম বাশার, সঞ্চিতা দত্ত, তারিক আনাম খান প্রমুখ। একই বাড়িতে, পাড়ায়, মহল্লায় একসঙ্গে পাশাপাশি বসবাস করা মানুষদের আনন্দ-বেদনার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘প্রিয়জন’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Md Sabbir Pramanik ২২ আগস্ট, ২০২১, ৮:৫৫ এএম says : 0
আমি নাটোরের নতুন ডিরেক্টর মোঃ সাব্বির প্রাং আদিত্য । আমরা নিয়মিত নাটক তৈরি করতেছি।আমাদের ইচ্ছে আছে আমরা মাছরাঙ্গা টেলিভিশনে আমাদের তৈরী করা নাটক আপলোড করার। আসা করি নাটকটি আপলোড করতে পারবো।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন