শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নায়করাজ রাজ্জাককে স্মরণে কোনো প্রতিশ্রুতিই রক্ষা করা হয়নি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

এদেশের চলচ্চিত্র যতদিন থাকবে ততদিন নায়করাজ রাজ্জাকের নামটি উচ্ছারিত হবে। দেশের চলচ্চিত্রের ইতিহাস রচনা করতে হলে অনিবার্যভাবেই তার নামটি যুক্ত হবে। রাজ্জাক মারা গেছেন চার বছর হয়ে গেছে। গত ২১ আগস্ট তার চতুর্থ মৃত্যুবার্ষিকী ছিল। তবে রাজ্জাক মারা যাওয়ার পর তার নামে এফডিসিতে ফ্লোর কিংবা সড়কের নামকরণের প্রতিশ্রুতি বিভিন্ন সংগঠন দিয়েছিল। সেই প্রতিশ্রুতি আজও পূরণ করা হয়নি। কেন করা হয়নি, তার কোনো স্পষ্ট জবাব পাওয়া যায়নি। সবচেয়ে বড় বিষয় কোনো সমিতির পক্ষ থেকেই উদ্যোগ নেয়া হয়নি। অথচ রাজ্জাকের নামে ফ্লোর বা সড়ক নামকরণের বিষয়টি চলচ্চিত্র সংশ্লিষ্টদের স্মরণে রাখা উচিৎ ছিল। অবশ্য রাজ্জাকের নামে কোনো স্থাপনা নামকরণ না করলেও কিছু যায় আসে না। কারণ, তিনি দেশের কোটি কোটি মানুষের চিরস্থায়ী আসন গড়ে গেছেন। তারপরও কথা থাকে। চলচ্চিত্রে তার যে অবদান তা স্মরণ করার জন্য কোনো স্থাপনা গড়ে তোলা চলচ্চিত্র সংশ্লিষ্টদের দায়িত্ব। এ দায়িত্ব পালনে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এ নিয়ে তার পরিবারের কোনো আফসোস নেই। রাজ্জাকের ছেলে নায়ক সম্রাট বলেন, ‘দেখতে দেখতে আব্বা নেই পুরো চারটি বছর পেরিয়ে গেছে। কে আব্বার নামে কী করলো, না করলো, এসব নিয়ে আমাদের পরিবারের কোন মাথা ব্যথা নেই। আমরা জানি, এই দেশের মানুষ তাকে কতটা ভালোবাসে, সম্মান করে। এখনো কোথাও গেলে মানুষ যখন জানতে পারে আমি নায়করাজের সন্তান, তখন যে সম্মান তারা দেন, এটাই অনেক বড় প্রাপ্তি। শুধু সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আব্বাকে বেহেস্ত নসীব করেন।’ এদিকে কিছুদিন আগে নায়করাজের স্ত্রী ও বড় ছেলে বাপ্পারাজ শ্রীমঙ্গলের রাধানগরে গিয়েছিলেন ‘হারমিটেজ গেস্ট হাউজ’-এ। সেখানে গিয়ে তারা বিস্মিত হন। গেস্টহাউজের কর্ণধার আইনজীবী সুলতানা ফাইজুন্নাহার নতুন বাংলোটি নায়ক রাজ রাজ্জাককে উৎসর্গ করেছেন। উৎসর্গ পত্রে লেখা হয়েছে ‘নায়করাজ রাজ্জাক স্মরণে-যিনি এই পর্ণকুটিরে একাধিকবার পদধূলি দিয়াছেন’। নিজের বাবার নামে বাংলো উৎসর্গ করতে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছিল রাজ্জাকের পরিবার। উল্লেখ্য, নায়করাজের জন্ম কলকাতাতে হলেও তিনি সিনেমাতে অভিনয় করেই এই দেশের কোটি কোটি দর্শকের প্রিয় নায়কে পরিণত হন। অসংখ্য দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করে তিনি নায়করাজে পরিণত হন। চলচ্চিত্র নির্মাণ ও প্রযোজনায়ও তিনি সাফল্যের স্বাক্ষর রাখেন। ২০১৭ সালের ২১ আগস্ট নায়ক রাজ্জাক মারা যান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন