কয়েকদিন আগে সোনি টিভি প্রাইমটাইম শো ‘এক দুজে কে ওয়াস্তে’ ৭ অক্টোবর শেষ প্রচার করে বন্ধ করে দেবার খবর বের হয়। দর্শকদের চাপে পড়ে এখন চ্যানেল এবং প্রডাকশন হাউস সিদ্ধান্ত নিয়েছে সিরিয়ালটির প্রচার অব্যাহত থাকবে।
বিশেষ করে কাহিনীর দুই প্রধান চরিত্র শ্রাবণ (নামিক পাল) আর সুমনের (নিকিতা দত্ত) আসন্ন বিয়ের মত টানটান ক্লাইমেক্সে সিরিজটির টিআরপি ছিল বেশ চাঙ্গা। কিন্তু নির্মাতাদের করারও কিছু ছিল না। প্রধান শিল্পীদের একজন নিকিতা বেশ কিছুদিন ধরেই অসুস্থতার কারণে শুটিংয়ে অংশ নিতে পারছিলেন না। তার অনুপস্থিতিতে কাহিনীকে শুধু রাবারের মত টানা হচ্ছিল। কিন্তু দর্শকদের বিভ্রান্ত করার বিষয়টি প্রডাকশন মেনে নিতে না পেরে শেষে হাল ছেড়ে দেয়।
এদিকে সিরিজের ভক্ত দর্শকরা সিরিজটি চালিয়ে যাবার জন্য দাবী জানায়। এছাড়া নিকিতাও তিন সপ্তাহ হাসপাতালে থাকার পর স¤প্রতি কাজে যোগ দিয়েছেন। সুতরাং এখন আর সমস্যা নেই।
‘এক দুজে কে ওয়াস্তে’ এই বছর ফেব্রæয়ারির শেষ দিন শুরু হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন