বিনোদন ডেস্ক : দীর্ঘ নয় বছর পর আবারো গানে ফিরলেন সঙ্গীতশিল্পী শিপলু। আগামী বৃহস্পতিবার গান এন্টারটাইমেন্টের ব্যানারে ইউটিউবে প্রতিষ্ঠানটির নিজস্ব অনলাইন চ্যানেলে শিপলুর দুটি গান প্রকাশিত হবে। ‘মরুর আকাশে’ ও ‘শিশির কনা’ শিরোনামে গান দুটির গীতিকার রাজীব আহমেদ। শিপলুর সুরে গান দুটি সংগীত পরিচালনা করেছেন পারভেজ জুয়েল। ইউটিউব চ্যানেলে প্রথমবারের মত দুটি গান প্রকাশ প্রসঙ্গে শিল্পী শিপলু বলেন, এবারই প্রথম অনলাইনে আমার দুটি গান প্রকাশ পাচ্ছে। আমি আনন্দিত। একইসঙ্গে অপেক্ষায় আছি গান দুটি শুনে শ্রোতাদের প্রতিক্রিয়ার। এরই মধ্যে রাজধানীর একটি স্টুডিওতে গান দুটির ভিডিও চিত্র নির্মাণের কাজ শেষ হয়েছে। গান এন্টারটেইমেন্টের নিজস্ব ফেইসবুক পেইজে ও ইউটিউবে নিজস্ব চ্যানেলে গান দুটির প্রমো প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, ২০০৬ সালে সঙ্গীতার ব্যানারে ‘মন কাঁদে’ শিরোনামে শিল্পী শিপলুর প্রথম অ্যালবাম প্রকাশিত হয়। অ্যালবামে সঙ্গীত পরিচালনা করে ইবরার টিপু, রাজেশ। পরের বছর ২০০৭ সালে সঙ্গীতার ব্যানারে ‘এই মন জ্বলে’ শিরোনামে দ্বিতীয় অ্যালবাম বাজারে আসে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন