শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

কক্সবাজারে দিনব্যাপী ভ্রমণ প্যাকেজ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২১, ৬:২৯ পিএম

ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশে প্রথমবারের মতো পৃথিবীর দীর্ঘতম সমূদ্র সৈকত কক্সবাজারে দিনব্যাপী ভ্রমণের সুযোগ করে দিচ্ছে। ডে-ট্যুরে ইউএস-বাংলার সাথে প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে কক্সবাজারের অন্যতম আবাসিক হোটেল গ্রেস কক্স স্মার্ট হোটেল।
১০,৯৯৯ টাকায় ডে-ট্যুর প্যাকেজে জনপ্রতি খরচ নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত এই প্যাকেজের জন্যে ইউএস-বাংলার ফ্লাইট প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিটে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এবং কক্সবাজার থেকে বিকাল ৫টা ০৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছে। ডে-ট্যুর প্যাকেজের মধ্যে রয়েছে সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ঢাকা-কক্সবাজার-ঢাকা রিটার্ণ এয়ার টিকেট, এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট যাতায়াতের ব্যবস্থা, সকালের নাস্তা ও দুপুরের খাবার।
এছাড়া নূন্যতম ১১,২৯০ টাকায় দুই রাত তিন দিনের কক্সবাজারের জন্য ভ্রমণ প্যাকেজ রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ভ্রমণ প্যাকেজ সম্পর্কে বিস্তরিত জানতে যোগাযোগ করুন- ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮৮১।

ইউএস-বাংলা এয়ারলাইন্স এর পক্ষে মহাব্যবস্থাপক- জনসংযোগ মো. কামরুল ইসলাম সোমবার (২৩ আগস্ট ) এ তথ্য জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
শফিকুল ইসলাম ৮ অক্টোবর, ২০২১, ১১:০৩ পিএম says : 0
আমি রাজশাহী থেকে কক্সবাজার বিমানে যেতে চাই। আমার পারিবারসহ। আবার ফিরে আসতে চাই ২ দিন ৩ রাত। আমাকে কি করতে হবে বিস্তারিত জানতে চায়।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন