শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শরণখোলায় বিদ্যুতে নির্মাণ শ্রমিকের মৃত্যু

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২১, ১:৪৪ পিএম

বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎস্পর্শে মো. শাহীন গাজী (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শ্রমিক উপজেলার রান্দো ইউনিয়নের মালিয়া রাজাপুর গ্রামের হোসেন গাজীর ছেলে।

রায়েন্দা বাজারের ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, ওইদিন বিকেল সাড়ে পাঁচটার দিকে শাহীনসহ কয়েকজন শ্রমিক উপজেলা সদর রায়েন্দা বাজারের একটি ভবনের ছাদ মেরামতের কাজ করছিলেন। এসময় তার হাতে থাকা বেলচা ঘোরানোর সময় অসাবধানতাবশত ওই ভবনের পাশ থেকে বয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের তারের সঙ্গে লেগে যায়। এতে তিনি গুরুতর আহত হলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক দেওয়া হয়। পরে খুলনা মেডিক্যালে পাঠানো হলে সেখানেই মারা যান তিনি।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়গোপাল বিশ্বাস জানান, বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের শ্বাসনালীসহ শরীরের বিভিন্ন স্থান মারাত্ম ক্ষতিগ্রস্ত হয়। তাকে প্রথামিক চিকিৎসা দিয়ে সঙ্গে সঙ্গে খুলনা মেডিক্যালে পাঠানো হয়েছিল।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, বিদ্যুতে শ্রমিকের মৃত্যুর বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন