শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

পূবালী ব্যাংক লিমিটেড এবং ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানী এসআরএল, ইতালীর মধ্যে একটি রেমিট্যান্স আহরণ চুক্তি ব্যাংকের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত

বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

বিশ্বের ৯০টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রেরিত রেমিট্যান্সের অর্থ নিরাপদে, স্বল্পতম সময়ে ও সহজতম উপায়ে প্রাপকের হাতে পৌঁছে দেয়ার লক্ষ্যে পূবালী ব্যাংক লিমিটেড এবং ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানী এসআরএল, ইতালীর মধ্যে একটি রেমিট্যান্স আহরণ চুক্তি ব্যাংকের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়েছে। নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানী এসআরএলর চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস ফরাজী ও পূবালী ব্যাংক লিমিটেডের আন্তর্জাতিক বিভাগ প্রধান ও উপ-মহাব্যবস্থাপক নিশাত মাইসুরা রহমান। অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আলম খান চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ জাহিদ আহসান ও মোহাম্মদ শাহাদাত হোসেন এবং ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানী এসআরএল’র ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুল্লাহ্ আল মাসুম উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন