শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

১৫ জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে ট্রলারডুবি

বরগুনা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় এফবি হাসান নামে মাছ ধরা একটি ট্রলার ডুবে গেছে। ওই ট্রলারে মাঝি ফুল মিয়াসহ ১৫ জেলে ছিলেন। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য এফবি হাজেরা নামে একটি ট্রলারসহ কয়েকজন জেলে রওয়ানা হয়েছে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় গত মঙ্গলবার রাতে জেলেরা মাছ ধরার জন্য জাল ফেলে অপেক্ষা করছিল। রাত ১২টার দিকে হঠাৎ মজিবুর রহমানের মালিকানাধীন এফবি হাসান নামে ট্রলারটির তলা ফেটে গিয়ে ডুবে যায়।

পার্শ্ববর্তী ট্রলারের জেলেরা ডুবে যাওয়ার খবর সমিতিতে জানায় এবং তারাও জেলেদের উদ্ধারে চেষ্টা চালায়। তিনি আরো বলেন, গতকাল সকালে সেন্টু খানের মালিকানাধীন এফমি হাজেরা ট্রলারসহ কয়েকজন জেলে ডুবে যাওয়া জেলেদের উদ্ধারের জন্য রওনা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন