বৈশ্বিক করোনা মহামারির দরুণ দীর্ঘ দেড় বছর পর বাংলাদেশ থেকে ওমরযাত্রীর প্রথম দল আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে মদিনায় পৌঁছেছে। তারা মসজিদে নববীতে ফজরে নামাজ আদায় করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নং (বিজি-৪০৩৫) যোগে গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ৭টায় মদিনার উদ্দেশ্যে এসব ওমরাযাত্রী ঢাকাত্যাগ করেন। বেসরকারি ওমরাহ এজেন্সি আল-মাহমুদ ট্রাভেলসের সহযোগী প্রতিষ্ঠান মাছরাঙা ট্যুরস এন্ড ট্রাভেলস এর মাধ্যমে যে তিন সদস্য বিশিষ্ট ওমরাযাত্রী মদিনায় পৌঁছেছেন, তারা হচ্ছেন মো. জাফর ইকবাল, এ এস এম জহিরুল ইসলাম ও মো. মোশাররফ হোসেন। এসব ওমরাযাত্রী মদিনায় রামা আল মদিনা হোটেলে অবস্থান করছেন। তারা সকলেই সুস্থ আছেন। তারা ওমরাহ কার্যক্রম সম্পন্ন করে আগামী ৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন। মদিনা মনওয়ারা থেকে জাফর ইকবাল টিটু এতথ্য জানিয়েছেন। আল-মাহমুদ ট্রাভেলসের স্বত্বাধিকারী ও হাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল কবির খান জামান ইনকিলাবকে জানান, মদিনায় ওমরাযাত্রীরা সুস্থ আছেন। তারা আগামীকাল থেকে মদিনায় জিয়ারা শুরু করবেন। অপর দিকে, চাপাইনবাবগঞ্জের ওমরাযাত্রী হাজী আব্দুর রব নিস্তার ওমরাহ পালনের উদ্দেশ্যে মদিনায় পৌঁছেছেন। সউদীস্থ নদওয়াতুল ওলামাআল-আলামিয়া মদিনা মোনাওয়ারায় ওমরাযাত্রী হাজী আব্দুর রব নিস্তারকে স্বাগত জানিয়েছেন। এসব ওমরাযাত্রী সউদীতে নিরাপদ সফরের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন