রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

ওমরাহ ভিসার জন্য কোনো এজেন্সির প্রয়োজন নেই : সউদী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২২, ২:২৬ পিএম

এখন থেকে সারাবিশ্বের মুসলিমরা ওমরাহ হজ করার জন্য নিজে নিজেই আবেদন করতে পারবেন। তাদের কোনো উমরাহ সার্ভিস এজেন্টের মাধ্যমে আবেদন করতে হবে না। এক ঘোষণায় এমনটাই জানিয়েছে সউদী সরকার।
গত মঙ্গলবার (৫ এপ্রিল) সউদী হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে সউদী আরবের বাইরে থেকে আসা ব্যক্তিরা ওমরাহ ভিসা পাওয়ার জন্য সরাসরি নিবন্ধন করতে পারবেন। তাদের বিদেশি কোনো ওমরাহ সার্ভিস বা এজেন্টের মাধ্যমে আবেদন করতে হবে না।
ওমরাহ ভিসার আবেদনপত্রটি সউদী আরবের অনুমোদিত ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে জমা দিতে হবে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, এ রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি তিনটি ধাপের মধ্য দিয়ে সম্পন্ন হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
আমিমুন এহচান ১ আগস্ট, ২০২২, ৮:৫১ পিএম says : 0
ওমরাহ যাওয়ার জন্য ভিসা আবেদন করতেছি
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন