কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘির পাড় গ্রাম থেকে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় আজমান নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করে পুলিশ। সে চেঙ্গাহাটি দীঘির পাড় এলাকার মৃত জমির আলীর ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ভোর রাতে দীঘির পাড় ইউনিয়ন পরিষদের পিছনে শামসুজ্জামান ভ‚ঁইয়ার বাড়ির পাশে খালের পাড় জাম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখে পুলিশে খবর দেয়।
আজমানের স্ত্রী আজিমা খাতুন জানান, কোন এক ব্যাক্তির কাছ থেকে সুদের উপর ৫০ হাজার এনেছিল এবং কিছু টাকা পরিশোধও করেছে। কিন্তু কিছু দিন ধরে বাকি টাকা পরিশোধের জন্য চাপ দিয়ে আসছিল। টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেয়া হয়। পুলিশ এই সূত্র ধরে আনোয়ার (৩২) নামে একজনকে আটক করে থানায় নিয়ে আসে। এদিকে লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন