সব বিবাদ আর দ্ব›দ্ব ভুলে স্কটিশ ডিজে ক্যালভিন হ্যারিস আবার গায়িকা টেইলর সুইফ্টের বন্ধু হয়েছেন।
এক বছর প্রেম করার পর সুইফ্ট গত জুনে হ্যারিসের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেন।
সূত্র জানিয়েছে অভিনেতা টম হিডলস্টনের সঙ্গে স্বল্পস্থায়ী রোমান্স ভেঙে যাবার পর সুইফ্ট আর হ্যারিস বার্তা আদানপ্রদান শুরু করেন। তবে তাদের ঘনিষ্ঠরা সন্দিহান যে তারা আবার রোমান্সে জড়াবেন কিনা। এই সূত্র থেকে জানা গেছে, তারা এখনও ফোনে বা সরাসরি কথা বলেননি বা দেখা করেননি।
ডিজে এবং প্রযোজক হ্যারিস (৩২) সম্প্রতি স্বীকার করেছেন সুইফ্টের (২৭) সঙ্গে ছাড়াছাড়ির তার দিনকাল খুব ভাল যাচ্ছে না।
হ্যারিস একসময় বলেন : “যে বিষয়টি আমি একান্ত মনে করেছিলাম তা এতো প্রচার পেলে সব কঠিন হয়ে পড়ে। দেখা যায় আমরা যখন সম্পর্কে ছিলাম তার চেয়ে সম্পর্কচ্ছেদের বিষয়টিই বেশি প্রচার পেয়েছে। আমরা যখন একসঙ্গে ছিলাম খুব সতর্ক ছিলাম যাতে আমাদের সম্পর্ক মিডিয়া সার্কাসে পরিণত না হয়। সে (সুইফ্ট) আমার অনুভ‚তিকে শ্রদ্ধা করত।”
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন